খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে বসেছেন দলের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক ভাবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই কর্মসূচি পালন করছে। সকাল ১০ টায় সিলেট জেলা বিএনপির গণঅনশন কর্মসূচি নগরীর রেজিস্ট্রারি মাঠে আর মহানগর বিএনপি তাদের কর্মসূচি পালন করছে সিলেট কেন্দ্রীয় শহীদ থেকে শুরু হওয়া কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে কর্মসূচিতে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীম, আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা আ ফ কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসনাত, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী প্রমূখ। অন্যদিকে সিলেট মহানগর বিএনপি কর্মসূচিতে আছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।