Sobujbangla.com | খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি।

  |  ১৯:৪৫, নভেম্বর ২২, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে বসেছেন দলের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক ভাবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই কর্মসূচি পালন করছে। সকাল ১০ টায় সিলেট জেলা বিএনপির গণঅনশন কর্মসূচি নগরীর রেজিস্ট্রারি মাঠে আর মহানগর বিএনপি তাদের কর্মসূচি পালন করছে সিলেট কেন্দ্রীয় শহীদ থেকে শুরু হওয়া কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে কর্মসূচিতে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীম, আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা আ ফ কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসনাত, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী প্রমূখ। অন্যদিকে সিলেট মহানগর বিএনপি কর্মসূচিতে আছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ