Sobujbangla.com | উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘ব ন্দু ক যু দ্ধে’ মাদক কারবারি নি হ ত।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘ব ন্দু ক যু দ্ধে’ মাদক কারবারি নি হ ত।

  |  ১৮:৩৪, নভেম্বর ২১, ২০২১

উখিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত এক মাদক কারবারি নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র। র‍্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ানের সহকারি পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, রোববার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জাহাঙ্গীর আলম (৩৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ছৈয়দআলমের ছেলে। র‍্যাব জানিয়েছে, জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে সংঘবদ্ধ মাদক চক্রের অন্যতম হোতা। তার স্বজনরাও মাদক কারবারে জড়িত রয়েছে। লেফটেন্যান্ট নিয়াজ বলেন, রোববার ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে কতিপয় লোকজন মাদকের বড় একটি চালান নিয়ে আসার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বালুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মিয়ানমার দিক থেকে ৫/৬ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে র‍্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে তারা উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। তিনি আরও বলেন, গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ৭০ হাজার ইয়াবা, দেশীয় ১টি বন্দুক ও ৩ রাউন্ড গুলি। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‍্যাবের এ গণমাধ্যম কমকর্তা বলেন, ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে সংঘবদ্ধ চক্র গড়ে তোলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। জাহাঙ্গীরের নামে মাদক ব্যবসার অভিযোগে উখিয়া থানাসহ বিভিন্ন থানায় ৫ টির বেশী মামলা রয়েছে। তার স্বজনরাও মাদক কারবারে জড়িত। গত তিন মাস আগে তার এক বড় ভাইকে এক লাখ পিস ইয়াবাসহ এবং বছরখানেক আগে তিন লাখ পিস ইয়াবাসহ এক শ্যালককে র‍্যাব আটক করেছিল বলে জানান, ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, রোববার বিকালে নিহতের লাশের কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। রাতে ঘটনার ব্যাপারে র‍্যাব বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেছে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ