ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাসচালক ও সহকারী আটক।

বাসে হাফ ভাড়া’দিতে চাওয়ায় বদরুন্নেসা কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল ও মেহেদী হাসান। রোববার সন্ধ্যায় র্যাব জানায়, শিক্ষার্থীকে হুমকি দেয়ার অভিযোগে ঠিকানা পরিবহন বাসের চালক মোহাম্মদ রুবেল ও হেলপার মেহেদী হাসানকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার সকালে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে সহপাঠীকে ধর্ষণের হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশ শিক্ষার্থী। তাদের অভিযোগ, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেন’ বাস চালকের সহকারী ধর্ষণের হুমকির বিচার ও হাফ পাস ভাড়ার দাবিতে আজ রোববার সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে আগে থেকেই কলেজফটকে অবস্থানে থাকা পুলিশ বাধা দেয়। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গেলে ফটক খুলে দেওয়া হয়। সকাল ১০টার কিছুক্ষণ পর কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে রাস্তা আটকে অবস্থান নেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অনেক বাস ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে। হাফ ভাড়া দিতে চাইলে বাস থেকে নামিয়ে দেয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন। তাঁদের হাতে ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। বাসের ভাড়া বাড়ানোর পর থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া বন্ধ করে দেন পরিবহনমালিকেরা।