Sobujbangla.com | খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে বিএনপি।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে বিএনপি।

  |  ১৯:৪৮, নভেম্বর ২০, ২০২১

বিএনপি চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশজুড়ে গণঅনশন কর্মসূচি পালন করল বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে এটাই দলটির প্রথম বড় কোনো কর্মসূচি। অনেক দিন পর রাজপথে বিএনপির সরব উপস্থিতি দলের চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে। শনিবার (২০ নভেম্বর) সকালে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় গণঅনশন। এতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গণঅনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর মধ্য দিয়ে শুরু হলো সরকারকে গদি থেকে নামানোর আন্দোলন। একই দাবিতে ২২ নভেম্বর রাজধানীসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। এরপর বিএনপি মহাসচিব সবাইকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানান। বিএনপির শরিক ও জোটের নেতারাও এই গণঅনশনে অংশ নেন। দাবি জানান, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার। কর্মসূচিতে অংশ নেন জামায়াতের নেতারাও। এসময় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যতদিন পর্যন্ত এ সরকারকে চাপে ফেলতে না পারব ততদিন পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে। আর জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, যদি খালেদা জিয়ার কিছু হয়, বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে। এদিকে খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ