খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের।
অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার সমস্ত দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, অসুস্থ খালেদা জিয়ার জন্য অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া প্রয়োজন। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বৃহস্পতিবার আবারো সরকারের কাছে আবেদন করে তার পরিবার। এর আগে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ৪০১ ধারায় করা খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন আগেই নিষ্পত্তি হয়ে গেছে। একবার নিষ্পত্তি হওয়া আবেদন আর পুনর্বিবেচনার সুযোগ নেই। বিএনপির সংসদ সদস্যরা আজ বিষয়টি সংসদে তোলার পর একথা জানান আইনমন্ত্রী। এদিকে, বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সরকারের হাতে ক্ষমতা অনেক দূর পর্যন্ত আছে। চাইলেই খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া যায়। এর আগে, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারো সরকারের কাছে আবেদন করে তার পরিবার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করে তার পরিবার। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, শামীম এস্কান্দার উন্নত চিকিৎসায় বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চমবারের মতো আবেদন। এদিকে, সোমবার রাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তার বোন, ভাগ্নেসহ পরিবারের সদস্যরা। গত এপ্রিল থেকে এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ ১৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 