Sobujbangla.com | উখিয়া ক্যাম্পে অস্ত্রের কারখানা, ৩ রোহিঙ্গা আটক।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

উখিয়া ক্যাম্পে অস্ত্রের কারখানা, ৩ রোহিঙ্গা আটক।

  |  ২০:৩৬, নভেম্বর ০৮, ২০২১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এ সময় ১০টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করে তারা। সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৪ নাম্বার ক্যাম্পের পাহাড়ে এ অভিযান পরিচালনা করে র‍্যাব। র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চক্র কারখানাটি তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে জানায় র‍্যাব। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করা হয়। ভোরে চার ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়ে পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয় র‍্যাব। পরে সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। অভিযানের বিবরণ দিয়ে খায়েরুল ইসলাম বলেন, “র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা ওই অস্ত্রের কারখানার নিয়ন্ত্রণ নেয়। আটকরা হলেন- কুতুপালং ১-সি ক্যাম্পের জি-ব্লকের মৃত আজিজুর রহমানের ছেল মো. বায়তুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) এবং একই ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছন (২৪)। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ