Sobujbangla.com | এলপিজি গ্যাসের দাম বেড়ে ১৩১৩ টাকা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

এলপিজি গ্যাসের দাম বেড়ে ১৩১৩ টাকা।

  |  ১৭:৫৯, নভেম্বর ০৪, ২০২১

এক মাসের মাথায় দেশের বাজারে আবারো এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়িয়ে ১,৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, এটি সর্বোচ্চ খুচরা মূল্য, নতুন মূল্য আজ ৪ নভেম্বর থেকেই কার্যকর হবে। দাম বাড়িয়ে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বাড়িয়ে লিটার প্রতি ৬১.১৮ টাকা করা হয়েছে। আগে এটি লিটার প্রতি ৫৮.৬৮ টাকা ছিল। এদিকে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে। কারণ উৎপাদন পর্যায়ে খরচ পরিবর্তন হয়নি বলে জানিয়েছে বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এ সংস্থা। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সংবাদ সম্মেলনে দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কমিশনের সচিব রুবিনা ফেরদৌসী। গত ডিসেম্বরে বিইআরসিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব করে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো। তাদের প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে বিইআরসি। এরপর ব্যবসায়ীদের দাবির মুখে নতুন করে আবার গত সেপ্টেম্বরে গণশুনানি করে কমিশন।

এ বিভাগের অন্যান্য সংবাদ