গোয়াইনঘাটে ৬ ইউপিতে লড়ছেন ৩৮ চেয়ারম্যান প্রার্থী।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে গোয়াইনঘাট উপজেলার ছয়টি ইউনিযন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। এরই লক্ষে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল। আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন রিটার্নিং অফিরারের কার্যালয়ে। মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে গোটা উপজেলা সদর ছিলো লোকে লোকারণ্য। বিশেষ করে ইউপি সদস্য ও সদস্যাদের কর্মি সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিনে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- ৭ নং নন্দীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে এস কামরুল হাসান আমিরুল,আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও হীরক দে। বিএনপি উক্ত নির্বাচনে না থাকলেও এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ শাহীন, আব্দুল ওয়াহিদ, কারান্তরীন বিএনপিনেতা জামাল উদ্দিন আহমদ ও তার সহোদর তাজ উদ্দিন। ১ নং রুস্তমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে হেলাল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী এম এ মতিন, বিএনপিনেতা আবুল কালাম আজাদ,সাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ। ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মুজিবুর রহমান মুজিব, বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল। বিএনপিনেতা মাহবুব আহমদ, গোলাম কিবরিয়া সাত্তার, আব্দুল মান্নান। ৮ নং তোয়াকুল ইউনিয়নে নৌকা প্রতীকে লোকমান উদ্দিন, বিদ্রোহী সামছুদ্দিন ও বিএনপি নেতা খালেদ আহমদ। ৬ নংফতেহপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নাজিম উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান চৌধুরী। বিএনপি মিনহাজ উদ্দিন, মীর হোসেন আমির ও সোহেল আহমদ। এবং ৯ নং ডৌবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে সুবাস দাস, বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন। রাজনৈতিক পরিচয় সূত্রে গোয়াইনঘাট উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ৬ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন,ইসলামি আন্দোলনের ১ জন ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাছির উদ্দীন খান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৮ নভেম্বর। তার মধ্যে সিলেট বিভাগের ৭৭টির মধ্যে গোয়াইনঘাটেরও ৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষ্যে ইতিপূর্বে গোয়াইনঘাটসহ সিলেটের এসব ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগ। বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে আবির্ভূত হয়েছেন অগণিত প্রার্থী। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থীও মাঠে আছেন।