বরিশালে হাতাহাতিতে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ।

বরিশালে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ উপলক্ষ্যে মহানগর বিএনপি’র প্রস্তুতি সভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই গ্রুপ। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যার পর নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে এই হাতাহাতির ঘটনা ঘটে। আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ উপলক্ষ্যে মহানগর বিএনপি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। সভার সঞ্চালক সাজ্জাদ হোসেন উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের নাম-পদবী পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে মহানগর বিএনপি’র ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান বাবু তার নিজের নাম ঘোষণা না হওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন। তিনি সঞ্চালকের উপর ক্ষুব্ধ হন এবং তার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সভায় উপস্থিত সরোয়ারসহ অন্যান্যরা বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ঘটনার সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরে নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।