Sobujbangla.com | পুলিশের ৭২ কনস্টেবলের বিপরীতে প্রার্থী ২৮৮০
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

পুলিশের ৭২ কনস্টেবলের বিপরীতে প্রার্থী ২৮৮০

  |  ১৮:৪৯, নভেম্বর ০২, ২০২১

সিলেট জেলায় শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরিক্ষা চলছে। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে প্রধান করে মোট পাঁচ জনের বোর্ড রিক্রুটমেন্টের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। মঙ্গলবার নগরীর রিকাবিবাজার পুলিশ লাইন্সে দিনব্যাপী নিয়োগ পরিক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষায় অংশ নিতে সিলেটে জেলার হাজার হাজার প্রার্থীরা পুলিশ লাইন্সে হাজির হন। তাদের মধ্য থেকে কনস্টেবল পদে লোক নিয়োগে যাচাই-বাছাই করা হয়। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার অসংখ্য প্রার্থীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কনস্টেবল পদে সিলেট জেলায় ১১ জন নারীসহ মোট ৭২ জন নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে দুই হাজার ৮৮০ জন আবেদনকারী উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের এআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ এর এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের ৬৪টি জেলায় শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগে নারী-পুরুষ মিলিয়ে তিন হাজার সদস্য নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরমধ্যে ২ হাজার ৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সিলেটে ১১ জন নারী ও ৬১ জন পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে। মৌলভীবাজারে ৬ জন নারী ৩৪ জন পুরুষ, সুনামগঞ্জে ৮ জন নারী ৪৩ জন পুরুষ, এবং হবিগঞ্জে ৭ জন নারী ৩৭ জন পুরুষ কনস্টেবল পদে নিয়োগ করা হবে উল্লেখ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ