চারাদিঘীরপার থেকে শিশুর লাশ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ১৬:৪৬, নভেম্বর ০১, ২০২১

নগরীর চারাদিঘীরপার এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার দুপুর ১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১টার দিকে চারাদিঘীর পাড়ের রাস্তার পাশে এক শিশুর মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকপীড় টিলার কবরস্থান থেকে শেয়াল বা কুকুর হয়তো মরদেহ তুলে নিয়ে এসেছে। এরপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ