‘নৌকা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে।

বালাগঞ্জ প্রতিনিধি ; বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়নে স্হানীয় কালিবাড়ী বাজারে নৌকা মার্কার প্রার্থী আনহার মিয়া’র নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।
তিনি বলেন নৌকা বঙ্গবন্ধুর, নৌকা শেখ হাসিনার, নৌকা আওয়ামী লীগের তাই আওয়ামীলীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে, নৌকা বিজয়ী হলে এলাকার উন্নয়ন তরান্বিত হবে।
৩১ অক্টোবর বিকাল ৫.৩০মিনিটের সময় কালিবাড়ী বাজারে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি মন্নান মিয়ার সভাপতিত্বে ও বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারি রুহেল আহমদ চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নের নৌকার প্রার্থী আনহার মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া
এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।