Sobujbangla.com | সুনামগঞ্জে হত্যা মামলায় রিমান্ডে আ.লীগ নেতা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সুনামগঞ্জে হত্যা মামলায় রিমান্ডে আ.লীগ নেতা।

  |  ১৯:২৩, অক্টোবর ৩০, ২০২১

হত্যা মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত। এর আগে শুক্রবার রাতে সিলেট শহরের মদীনা মার্কেট এলাকা প্রদীপ রায়কে গ্রেফতার করা হয়। পরে দিরাই থানায় তাকে হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে দিরাই আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়া তার রিমান্ড মঞ্জুর করেন। সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর অসীম চন্দ্র দেব নিশ্চিত করে বলেন, দিরাই উপজেলার ভটিপাড়া ইউনিয়নে জলমহালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া নামে একজন নিহত হন। এ ঘটনার প্রধান আসামি দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আজ আদালতে তুলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার উদির হাওর জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপের রুহেল (মেম্বার) ও আমেরিকা প্রবাসী কাজল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে কাজল নুরের চাচাতো ভাই রুহেদ মিয়া ঘটনাস্থলে নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ