Sobujbangla.com | কক্সবাজারেও কোরআন চুরি করেছিল ইকবাল
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

কক্সবাজারেও কোরআন চুরি করেছিল ইকবাল

  |  ২০:১৩, অক্টোবর ২৯, ২০২১

কক্সবাজারের চকোরিয়ার একটি মসজিদ থেকেও পবিত্র কোরআন চুরি করেছিল ইকবাল হোসেন। তবে পালানোর সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। পরে কোরআন শরিফটি রেখে তাকে ছেড়ে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে সে। কুমিল্লার বিশেষ পুলিশ সুপার (সিআইডি) খান মো. রেজওয়ান জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার শেষ প্রান্তে ইকবাল একটি মসজিদ থেকে কোরআন চুরি করে রাস্তায় বসে পড়তে থাকে। এসময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলে এবং কোরআন রেখে ছেড়ে দেয়। এদিকে কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জনকে ফের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সিআইডি সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, এরই মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইকবাল। এর আগে তাকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়। গত ১৩ অক্টোবর ভোরে নানুয়া দীঘির পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে পবিত্র কোরআন শরীফ দেখতে পাওয়া যায়। এ নিয়ে তৈরি হয় অশান্তি। যার রেশ পড়ে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাজার সংলগ্ন মসজিদ থেকে এক ব্যক্তি কোরআর শরীফ নিয়ে এসে এ অপকর্ম ঘটায়। যাতে চিহ্নিত হয় ইকবাল। পরে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা মামলায় আরও দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ