জৈন্তাপুরে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ২

জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন– সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) এবং একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জাফলং থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি প্রাইভেটকারের (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) সঙ্গে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশে যাওয়া সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে হাইওয়ে পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।