Sobujbangla.com | দীর্ঘ দিন থেকে পতিতা ব্যবসা চলত হোটেল সোনালীতে।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

দীর্ঘ দিন থেকে পতিতা ব্যবসা চলত হোটেল সোনালীতে।

  |  ১৯:৫১, অক্টোবর ২৯, ২০২১

আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সিলেটে আবারও পুলিশের জালে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- জাকির আহমদ (২২), পিন্টু দাস (৩০), মো. সাজু মিয়া (২৬), নুরু মিয়া (৩৫), মো. মইনুল হক (৩৯), শুভ দাস (২০), বৃষ্টি আক্তার (১৮), সাথী আক্তার (১৯), স্মৃতি (২৬) ও রুনা আক্তার (২৭)। বৃহস্পতিবার রাতে সন্ধ্যায় নগরীর লালদিঘিরপাড়স্থ হোটেল সোনালী (আবাসিক)-এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)। সিলেট মেট্রোপলিট পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) বি.এম আশরাফ উল্যাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর লালদিঘিরপাড়স্থ হোটেল সোনালী (আবাসিক) থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে গ্রেফতর করে। অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক অলক কুমার দত্ত। সঙ্গে ছিলেন এসআই মোঃ আরিফুর রহমান, এএসআই মোঃ গিয়াস উদ্দিন-২, এএসআই আমির হোনে আমু, কনস্টেবল আনোয়ার হোসেন, কনস্টেবল জালাল উদ্দিন, কনস্টেবল হাসান বক্স, কনস্টেবল আসাদ মিয়া, নারী কনস্টেবল বিলকিস বেগম ও তৃপ্তী রাণী দেব। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের মালিক তাজু ওরফে কানা তাজুসহ আরো কয়েকজন পালিয়ে যায়। পুলিশ জানায়, হোটেল সোনালীতে তাজু ওরফে কানা তাজু (৫৫) ও ম্যানেজার নুরু মিয়া (৩৫) দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে তরুণী ও যুবতীদের হোটেলে নিয়ে রাখছেন এবং তাদের দিয়ে পতিতাবৃত্তির কাজ করাচ্ছেন। এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ সকল অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ