পাটুরিয়ায় ফেরিডুবিতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন।

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরি আমানত শাহ কাত হয়ে ডুবে গেছে। ফেরিতে পণ্যবাহী ১৭টি ট্রাক ছিল। এ দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন তুলে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই/তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এ সময় অনেকেই নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা ট্রাক-কাভার্ডভ্যানের চালক বা সহকারীদের কেউ ভেতরে আটকা পড়েছে কিনা তা নিশ্চিতে কাজ শুরু করে ডুবুরি দলও। উদ্ধারকারী জাহাজ হামজাও পাটুরিয়ায় প্রস্তুত রয়েছে। ট্রাক-কাভার্ডভ্যান ছাড়াও ফেরিতে কয়েকটি মোটর সাইকেল, প্রাইভেট কার ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ফেরিতে কতজন লোক ছিল সেটা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।