সাম্প্রদায়িক হামলায় বিএনপি জড়িত, দাবি পুলিশের।

সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হিন্দুপল্লীতে হামলা চালানো হয়। গত ১৫ অক্টোবর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নোয়াখালীর চৌমুহনীতে। হামলায় প্রাণ যায় দুইজনের। এবার নোয়াখালী ও কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপিকে দুষছেন পুলিশ। তাদের দাবি, সহিংসতায় বরকত উল্লাহ বুলুসহ ১৫ বিএনপি নেতা জড়িত। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই শতাধিক আসামির মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৪ জন। তারা ঘটানার সঙ্গে বিএনপি নেতাদের সহযোগিতা রয়েছে বলে জানান। যদিও তাতে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি নেতারা। বিএনপির দাবি, পরিকল্পিতভাবে জড়ানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। হামলার বিচার দাবিতে ফরিদপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, শান্তি শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। এদিকে নোয়াখালীতে নতুন গ্রেপ্তার ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর পীরগঞ্জের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।