দিনের বেলা জ্বলছে সড়কবাতি, উদাসহীন সিসিক।
নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় দিনের বেলায়ও সড়কবাতি জ্বলতে দেখা যায়। নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে কীন ব্রীজ হয়ে দক্ষিন সুরমা পর্যন্ত দুপুর থেকেই এই সড়কবাতি জ্বলে থাকার দৃশ্য নগরবাসীর চোখে পড়ে। এ নিয়ে এলাকার পথচারীদের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এটাও মেয়র আরিফের উন্নয়ন! আবার দিনের বেলা সড়কবাতি জ্বালিয়ে রাখাকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ। নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাতের বেলা নগরীর অনেক মোড়ে সড়কবাতি জ্বলে না। অন্ধকারে লোকজন ছিনতাইয়ের শিকার হয়। আর এখানে দিন দুপুরে সড়কবাতি জ্বালিয়ে রেখেছে। যেন এগুলো দেখার জন্য কেউ নেই। দিনের পর দিন এধরণের ঘটনা ঘটছে।এ ব্যাপারে সিটি করপোরেশন কর্মকর্তাদের কোন মাথাব্যাথা নেই। তবে সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক শাখার প্রধান মোঃ রুহুল আলম বলেন, লাইনে ত্রুটি থাকার কারণে সড়কবাতিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 