Sobujbangla.com | দিনের বেলা জ্বলছে সড়কবাতি, উদাসহীন সিসিক।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

দিনের বেলা জ্বলছে সড়কবাতি, উদাসহীন সিসিক।

  |  ২০:২০, অক্টোবর ২৬, ২০২১

নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় দিনের বেলায়ও সড়কবাতি জ্বলতে দেখা যায়। নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে কীন ব্রীজ হয়ে দক্ষিন সুরমা পর্যন্ত দুপুর থেকেই এই সড়কবাতি জ্বলে থাকার দৃশ্য নগরবাসীর চোখে পড়ে। এ নিয়ে এলাকার পথচারীদের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এটাও মেয়র আরিফের উন্নয়ন! আবার দিনের বেলা সড়কবাতি জ্বালিয়ে রাখাকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ। নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাতের বেলা নগরীর অনেক মোড়ে সড়কবাতি জ্বলে না। অন্ধকারে লোকজন ছিনতাইয়ের শিকার হয়। আর এখানে দিন দুপুরে সড়কবাতি জ্বালিয়ে রেখেছে। যেন এগুলো দেখার জন্য কেউ নেই। দিনের পর দিন এধরণের ঘটনা ঘটছে।এ ব্যাপারে সিটি করপোরেশন কর্মকর্ত‍াদের কোন মাথাব্যাথা নেই। তবে সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক শাখার প্রধান মোঃ রুহুল আলম বলেন, লাইনে ত্রুটি থাকার কারণে সড়কবাতিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ