Sobujbangla.com | চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা, গ্রেপ্তার ১৬ জন রিমান্ডে।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা, গ্রেপ্তার ১৬ জন রিমান্ডে।

  |  ১৯:৫৬, অক্টোবর ২৫, ২০২১

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার মামলায় গ্রেপ্তার ১৬ জনকে একদিন রিমান্ডে নিতে পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, পূজামণ্ডপের ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানায় মামলায় ১৬ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেক আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, মো. রাসেল, ওমর ফারুক, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন ও খোরশেদ আলম।
গত ১৫ অক্টোবর জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সেখান থেকে একদল লোক জেএমসেন হল পূজামণ্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় তারা ঢিল ছুড়ে এবং মণ্ডপের ব্যানার ছিঁড়ে ফেলেন। ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় পরদিন ৮৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ। এতে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়।
পরে মামলায় যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে হাবিবুল্লাহ মিজান নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ