‘ছাত্ররা রাজপথে নেমে গেলে পরিস্থিতি হবে ভয়াবহ।
দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার দুপুর ২টায় কলেজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সামসুল ইসলাম। তিনি বলেন, রাহাত হত্যার ঘটনায় আসামীদের এখনও গ্রেপ্তার করা হয়নি। মামলা হয়েছে, সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবুও কেন আসামীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু ঘাতকদের গ্রেপ্তার করা হয়নি। অনতিবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে কলেজ কর্তৃপক্ষ। তিনি বলেন, ছাত্ররা রাস্তায় নেমে গেলে পরিস্থিতি ভয়াবহ, সে দায়ভার কিন্তু প্রশাসনকেই নিতে হবে। তাই তিনি স্থানীয় প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি- আসামীদের গ্রেপ্তার করার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ সুরমা কলেজ ক্লিন কলেজ হিসেবে পরিচিত। ভর্তির সময় সকল শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত করার প্রতিজ্ঞা করানো হয়। যারাই কলেজের পরিবেশকে কলঙ্কিত করতে এরকম নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে কোন রক্ষা নেই। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 