সেই শিক্ষিকার বিরুদ্ধে ফের আন্দোলনে শিক্ষার্থীরা।

শিক্ষিকা ফারহানা বাতেনের বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক স্থগিত করা শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেছেন। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসে সিন্ডিকেট সভার বৈঠক শুরু হয়। বৈঠক টানা তিন ঘণ্টা চলার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত সাড়ে ৭টার দিকে শেষ হয়। বৈঠক শেষে রবির দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আবদুল লতিফ ও রেজিস্ট্রার সোহরাব আলী মুঠোফোনে শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেন। এরপর শিক্ষার্থীরা শুক্রবার রাত ৮টার দিকে আমরণ অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন। তারা দুটি গ্রুপে ভাগ হয়ে শাহজাদপুরের কান্দাপাড়ার প্রশাসনিক ভবনের সামনে অনশন ও বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় আবারও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রবির দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আবদুল লতিফ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বিকালে ঢাকা অফিসে সিন্ডিকেট বৈঠক ডাকেন। যথাসময়ে এ বৈঠক শুরু হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত করা হয়। এ বিষয়ে রবির দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আবদুল লতিফ এবং রেজিস্ট্রার সোহরাব আলী গণমাধ্যমকে বলেন, সিন্ডিকেট বৈঠকে শিক্ষিকা ফারহানার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।