Sobujbangla.com | মধ্যরাতে ৯৯৯-এ ফোন করে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

মধ্যরাতে ৯৯৯-এ ফোন করে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  |  ২১:১৪, অক্টোবর ২১, ২০২১

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউপির কায়স্থগ্রামের নোয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। গ্রেপ্তার ছানু মিয়া (৩৫) উপজেলার ফুলবাড়ি ইউপির কায়স্থগ্রাম নোয়াগাঁও গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে। গতকাল বুধবার (২০ অক্টোবর) মধ্যরাতে ওই গৃহবধূ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানিয়ে পুলিশের কাছে সহায়তা চান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গৃহবধূর দেয়া তথ্য অনুযায়ী ভাসুর ছানু মিয়াকে গ্রেপ্তার করে।  পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার গৃহবধূর স্বামী সিএনজি অটো রিকশাচালক ঘরের বাইরে থাকার সুবাদে লম্পট ভাসুর ছানু মিয়া গৃহবধূকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ ৯৯৯ এ ফোন দিয়ে থানা পুলিশকে অবগত করলে সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক ফয়জুল করিম অভিযান চালিয়ে ছানু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের এবং অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ