মৌলভীবাজারে মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেফতার।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত বাগারাই এলাকা থেকে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলায় আসামি এক মাদক বিক্রেতাকে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে সদর উপজেলার বাগারাই গ্রামের আব্দুল মালিকের ছেলে মোঃ জনি ফকিরকে (২৮) গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বুধবার রাতর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ঐ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম এর নেতৃত্বে এএসআই মোশাহিদ কামাল ও সঙ্গীয় একদল পুলিশ ফোর্স বাগারাই এলাকায় অভিযান পরিচালা করেন। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ৩৫ পিছ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতার হওয়া মোঃ জনি ফকির এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।