Sobujbangla.com | দক্ষিণ সুরমায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

দক্ষিণ সুরমায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা।

  |  ২০:৪২, অক্টোবর ২১, ২০২১

দক্ষিণ সুরমা কলেজ গেটের সামনে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাহাত দক্ষিণ সুরমা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর পুত্র। এ ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ কর্মী সাদি নামের একজনকে। সাদি দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী। তার বাড়ি শিলাম এলাকায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে নিহত রাহাতের চাচাত ভাই রাফি বলেন, আমার চাচাত ভাই রাহাত প্রাইভেট পড়তে যাবে। আমিও তখন তার মোটরসাইকেলে ছিলাম। যাবার আগে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজের ভেতর যায়। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসা মাত্র সাদি নামের একজন পেছন থেকে অপর মোটরসাইকেলে করে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, শিক্ষার্থী হত্যার ঘটনায় আগামী ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে রাহাতকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে একাধিক টিম। দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে খুনিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ