Sobujbangla.com | ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে আটক ৩
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে আটক ৩

  |  ১১:৪৯, অক্টোবর ২০, ২০২১

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে তিন তরুণকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটকরা হলেন- আকাশ রহমান (১৮), রিফাত ইসলাম (১৯) ও মো. হাসান (১৯) বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় তাদের আটক করা হয়। বিকেলে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই তিনজন চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে আপাতত জানা যায়- তারা নারায়ণগঞ্জ এলাকায় থাকে এবং বিস্তারিত তাদের বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ