বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চার শিফটের এই প্রিলিমিনারি পরীক্ষা চলবে আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার। এরপর চূড়ান্ত ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে ভর্তি পরীক্ষা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুয়েট প্রশাসন। প্রথমবারের মতো বুয়েটে প্রিলিমিনারি পরীক্ষায় ১২১৫ সিটের বিপরীতে অংশ নিচ্ছে ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১২ হাজার ৩১৫ এবং মেয়ে ৫ হাজার ৬৯০ জন। মূলত বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের মাধ্যামে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনার কারণে এই প্রাক-নির্বাচনী পরীক্ষা দুদিনে চার শিফটে নেওয়া হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ৩টা থেকে ৪টা দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বেলা ৩টা থেকে ৪টা চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা হয় নি। মান বজায় রাখতে তাই ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিবদ্যালয় বুয়েট। বেশি সংখ্যক পরীক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়ার লক্ষ্যে প্রথবারের মত চার ধাপে প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছে বুয়েট। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৬ হাজার জনের লিখিত পরীক্ষা হবে ৬ নভেম্বর। সেখান থেকে ১ হাজার ২১৫ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বেছে নেয়া হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল মিলবে সাত কার্যদিবসের মধ্যে। আর লিখিত পরীক্ষার ফল ঘোষণা হবে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে। এরপর ক্লাস শুরুর তারিখ ঘোষণা করবে একাডেমিক কাউন্সিল। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। করোনার কথা মাথায় রেখে শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হবে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।