সম্প্রীতির মিছিলে প্রতিরোধের ডাক।

সম্প্রতি কুমিল্লার পর রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িকতার আস্ফালনে নড়েচড়ে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল দলের জরুরি বৈঠকে মঙ্গলবার সকালে শান্তি শোভাযাত্রার সিদ্ধান্ত আসে। বিভিন্ন স্থানে সহিংসতার ৬ দিন পর সম্প্রীতি মিছিল করে ক্ষমতাসীনরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে থেকেই বৈরি আবহাওয়া উপেক্ষা করেও শোভাযাত্রায় অংশ নিতে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় স্বার্থে সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শেষ পর্যন্ত রাজপথে থাকবে আওয়ামী লীগ আর অপশক্তি রুখতে পাড়া-মহল্লায় নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। সমাবেশ শেষে শান্তি র্যালি বের করে আওয়ামী লীগ। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে যাবার পথে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যয় তুলে ধরেন নেতাকর্মীরা। এছাড়া সাম্প্রদায়িকতা আর ধর্মান্ধতার বিরুদ্ধে সাধারন মানুষকে সচেতন করে তোলার কথাও বলেন আওয়ামী লীগ নেতারা।