Sobujbangla.com | বৃষ্টিপাত কমেছে চায়ের রাজধানীতে।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বৃষ্টিপাত কমেছে চায়ের রাজধানীতে।

  |  ২১:১১, অক্টোবর ১৯, ২০২১

চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে কমে গেছে বৃষ্টিপাতত। চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে এই পরিসংখ্যান তুলনামূলক অনেক কম। যা সিলেটের অন্যতম শিল্পজাত পণ্য চায়ের জন্য কিছুটা হতাশাব্যঞ্জক। শুধু তা-ই নয়, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের বৃষ্টিপাতের পরিসংখ্যান অর্ধেকেরও কম। সিলেট আবহাওয়া অফিস এবং শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী সেপ্টেম্বর-২০২১ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩৮৭ দশমিক ২ মিলিমিটার। গতমাস অর্থাৎ আগস্ট-২০২১ এই দুই অফিসের মোট বৃষ্টি পরিমাণ ছিল ১৩৪১ দশমিক ৮ মিলিমিটার। সিলেট আবহাওয়া পূর্বাভাসকেন্দ্রের আবহাওয়া সহকারী অমর চন্দ্র তালুকদার জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মোট ৩০ দিনের মধ্যে বৃষ্টি হয়েছে ১৮ দিন। এই দিনগুলোতে মোট ১৯৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই ১৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাতের তারিখ যথাক্রমে ৭ সেপ্টেম্বর ৬২ মিলিমিটার, ১৫ সেপ্টেম্বর ৫৩ মিলিমিটার এবং ১৮ সেপ্টেম্বর ১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত। আগের তথ্য সম্পর্কে পুরাতন নথিপত্র ঘেঁটে অমর চন্দ্র তালুকদার আরো বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সিলেটে এই বৃষ্টিপাতের রেকর্ড ছিল মোট ৩০৮ মিলিমিটার। ৩০ দিনের মধ্যে ২১ দিন বৃষ্টিপাত হয়েছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিলেটে এই বৃষ্টিপাত অনেক বেড়ে গিয়ে ৮২৭ দশমিক ৩ মিলিমিটার হয়েছিল। ৩০ দিনের মধ্যে বৃষ্টিপাত হয়েছে মোট ২৩ দিন। এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, চলতি বছর সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে মোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাতের তারিখ যথাক্রমে ৯ সেপ্টেম্বর ৫৭ মিলিমিটার, ১৯ সেপ্টেম্বর ৩৪ মিলিমিটার এবং ৭ সেপ্টেম্বর ২৪ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২০ সালে শ্রীমঙ্গলে ৩৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল বলে জানান এ আবহাওয়াসহকারী। এ দিকে জানা যায়, চায়ের জন্য পরিপূর্ণ বৃষ্টিপাত এবং রৌদ্রতাপ দুটোই গুরুত্ববহ। এই ভেষজশিল্পকে প্রাকৃতিক পদ্ধতিতে স্বাভাবিক পরিচর্যার সুযোগ করে দিলে চা উৎপাদনে আসে আশাতীত সাফল্য। যা চায়ের বাৎসরিক রেকর্ডগুলো থেকেই অনুমান করা যায়। কিন্তু প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে চাশিল্প কিছুটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সূত্র জানায়, ২০২০ সালে বাংলাদেশের ১৬৭টি চা বাগান থেকে মোট ৮৬ দশমিক ৩৯ মিলিয়ন (৮ কোটি ৬৩ লাখ ৯ হাজার) কেজি চা উৎপাদিত হয়েছিল। চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৭৫ দশমিক ৯৪ মিলিয়ন। তবে ২০১৯ সালেই চা উৎপাদনে সর্বকালের রেকর্ড সংখ্যক ৯৬ দশমিক ০৭ মিলিয়ন কেজি (৯ কোটি ৬ লাখ ৭ হাজার) চা উৎপাদন হয়েছিল। তখন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০ মিলিয়ন (৮ কোটি) কেজি।

এ বিভাগের অন্যান্য সংবাদ