রেড ক্রিসেন্টের উন্নয়নের ফাইল আটকাবে না : পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রেড ক্রিসেন্টের জন্য কিছু করতে পারা গর্বের ব্যাপার। এই সোসাইটির জন্য কাজ করলে কাজে লাগবে। বাংলাদেশের সব সেক্টরে মতানৈক্য থাকলেও একমাত্র রেড ক্রিসেন্টকে আমি পেয়েছি- সব সমালোচনার ঊর্ধ্বে থেকে এর সকল কর্মকর্তারা দেশ ও দশের জন্য কাজ করে যাচ্ছেন। রেড ক্রিসেন্টের জন্য একটা টাকা ব্যয় করতে পারলে আমি নিজেকে গর্ববোধ মনে করবো। রেড ক্রিসেন্টের উন্নয়নের ফাইল আটকাবে না। প্রধানমন্ত্রীর টেবিলেও তা আটকাবে না। কারণ এটি রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ৬ তলা ভবন আর শিক্ষার্থীদের জন্য বাস ক্রয়ের ২৬ কোটি টাকা কোনো ব্যাপারই না। এগুলো শীঘ্রই হবে। অর্থমন্ত্রী খুব ভাল মানুষ। আমি তাঁকে বললে আশা করি তিনিও রেড ক্রিসেন্টের এই উন্নয়নে হ্যাঁ বলবেন। শনিবার দুপুরে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল-এর কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, আমি যত দিন বেঁচে থাকবো- আমার এলাকার জন্য কাজ করে যাবো। এলাকা বলতে শুধু সুনামগঞ্জ নয়, বৃহত্তর সিলেটের জন্যই কাজ করবো। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সাবেক সাংসদ জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও ইউনিট সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য মজির উদ্দিন। কার্যকরী সদস্য মো. সোয়েব আহমদেরর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, মস্তাক আহমদ পলাশ, এ জেড রওশন জেবিন রুবা, নুরুন্নেছা হেনা, আজীবন সদস্য শমসের জামাল, মাহতাবুল হাসান সবুজ, ডা. বাহার উদ্দিন, গুলজার আহমদ জগলু, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ এর অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আলম খান, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আবু সালেহ খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, অফিস সহকারী পার্থ সারথি দাস, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান ও কোভিড-১৯ রেসপন্স টিমের প্রধান মো. নাজিম খান, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী ও উপ-যুব প্রধান সুমা আক্তার প্রমুখ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 