Sobujbangla.com | নোয়াখালীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

নোয়াখালীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন।

  |  ২০:২৪, অক্টোবর ১৪, ২০২১

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নয়টি উপজেলায় ২১ জন ম্যাজিস্ট্রেট ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি কুমিল্লায় একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে নোয়াখালীতে এই নিরাপত্তা জোরদার করা হয়। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার বড় উপজেলাগুলোতে তিনজন ম্যাজিস্ট্রেট ও জেলা শহরের বাইরে ছোট উপজেলাগুলোতে ২ জন করে মোট ২১ জন ম্যাজিস্ট্রেট নিরাপত্তার জন্য কাজ করবে। ম্যাজিস্ট্রেট-এর পাশাপাশি সার্বিক নিরাপত্তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, দুই প্লাটুন বিজিবি ৬টি ভাগে কাজ করছে। সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় পূজা মণ্ডপগুলোতে তাদের টহল অব্যাহত রয়েছে। এছাড়াও র‌্যাবের ২টি দল টহলে রয়েছে। জেলা প্রশাসক খোরশেদ আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ২১ জন ম্যাজিস্ট্রেটসহ ২ প্লাটুন বিজিবি নিরাপত্তার জন্য মাঠে কাজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ