Sobujbangla.com | দৃষ্টি ভিন্ন খাতে নিতে কুমিল্লার ঘটনা।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

দৃষ্টি ভিন্ন খাতে নিতে কুমিল্লার ঘটনা।

  |  ২০:১৮, অক্টোবর ১৪, ২০২১

জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি কার্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকার তার এজেন্টের লোকে দিয়ে কুমিল্লার মতো ঘটনা ঘটায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একইসঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। এসব ঘটনা যারা ঘটাচ্ছে, তারা সরকারের এজেন্সির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এবং আসল জায়গা থেকে অন্য দিকে দৃষ্টি নেওয়ার জন্য ঘটাচ্ছে।’ এসময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নির্বাচন খেলা আর হতে দেয়া হবে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সংগঠনের সভানেত্রী অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্র দলের সাবেক নেতা ইসহাক সরকার প্রমুখ বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ