লেবাননে বিক্ষোভে গুলি, নিহত ৬
লেবাননের রাজধানী বৈরুতে সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বিভিন্ন সূত্র বলছে, আজ সকালে বৈরুতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ডাকা বিক্ষোভে অস্ত্রধারীরা গুলি চালায়। এতে অনেকেই হতাহত হন। বৈরুতের কোথাও কোথাও এখনও সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। খবর ফার্সটুডে গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট এ বিক্ষোভের ডাক দেয়। ঐ বিচারকের তৎপরতাকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে আমেরিকার দাস হিসেবে অভিযুক্ত করছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় একদল সশস্ত্র ব্যক্তি। কেউ কেউ বলছেন হামলাকারীদের পরিচয় অস্পষ্ট। আজকের বিক্ষোভে গুলি ও সংঘর্ষ প্রসঙ্গে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মৌলভী বলেছেন, কয়েক জন স্নাইপার জনগণকে লক্ষ্য করে গুলি চালানোর পর সংঘর্ষ শুরু হয়। তিনি অস্ত্রধারীদের গ্রেপ্তার করার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে দেশে শান্তি ও শৃঙ্খলা বজার রাখার আহ্বান জানান। গত বছরের ৪ আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় দুই শতাধিক মানুষ নিহত হন। এই বিস্ফোরণে তদন্তে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে বিচারক তারেক বিতারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 