প্রতারক কাদেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: মুসা বিন শমসের।
নিজের আইন উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন আলোচিত ধনকুবের মুসা বিন শমসের। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে তিন ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে তাকে এ আখ্যা দেন তিনি। মুসা বিন শমসের বলেন, ‘আমি কাদেরের প্রতারণার শিকার।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তিনি বলেন, ‘কাদের একজন প্রতারক। সে অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার কার্যালয়ে যেতো। আমার সঙ্গে ছবি তুলতো। আমার সঙ্গে বসে আইজিপি, আর্মি জেনারেলসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতো। আমার আইন উপদেষ্টা হিসেবে পরিচয় দিতো। পরে প্রতারণা জানতে পেরে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করি।’ এ ধনকুবের বলেন, ‘ডিবি আমাকে কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আমি যা যা জানি সব বলেছি। আমার বক্তব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট।’ এর আগে এদিন বিকেল ৩টা ২৫ মিনিটে মুসা বিন শমসের, তার স্ত্রী শারমিন চৌধুরী, ছেলে জুবেরী হাজ্জাজ মেরুন কালার একটি গাড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে কার্যালয়ে পৌঁছান।তাকে সাড়ে ৩টা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে সম্প্রতি আবদুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তিনটি বিষয়ে স্পষ্ট হতে মুসা বিন শমসেরকে ডাকে তারা। এর আগে সোমবার (১১ অক্টোবর) জানা যায়, এদিন কাদেরের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুসা বিন শমসেরকে। কারণ তিনি এ ধনকুবেরের আইন উপদেষ্টা হিসেবে নিজের পরিচয় দিতেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 