বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ব্রিটেন।
বাংলাদেশে দেয়া করোনাভাইরাসের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। ফলে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়া কোনো যাত্রীকে আর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে না। এক প্রতিবেদনে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ ৩৭টি দেশের করোনার টিকা সনদকে বৈধ করেছে যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োনটেক ও জনসন অ্যান্ড জনসন টিকা নেয়া সনদই গ্রহণ করবে। প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের মধ্যে ব্যবসা ও পর্যটনসহ জরুরি ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর করতে হাইকমিশনের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফল। তবে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার সনদ নেয়ার দরকার না হলেও ইংল্যান্ডে পৌঁছানোর পর করোনা টেস্ট করাতে হবে তাদের। তবে প্রত্যেক যাত্রীর সঙ্গে বাংলাদেশের অনুমোদিত টিকার সনদ রাখতে হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 