Sobujbangla.com | চশমার দাম ২৯ কোটি টাকা।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

চশমার দাম ২৯ কোটি টাকা।

  |  ২০:১০, অক্টোবর ০৮, ২০২১

মূল্যবান রত্ন হিরা ও পান্না দিয়ে তৈরি এক জোড়া বিরল চশমা নিলামে উঠছে। এই চশমা ভারতের মুঘল আমলে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের সোথিবে নিলাম হাউজে চলতি মাসে এই চশমা বিক্রি করা হবে। নিলাম হাউজটি জানায়, মুঘল আমলে ১৮৯০ সালের দিকে এই চশমা তৈরি করা হয়। নিলামে প্রতিটি চশমা ২০ থেকে ৩৪ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে। যার বাংলাদেশী মুদ্রায় মূল্য ২৯ কোটি টাকা। সোথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনও দেখা যায়নি। বিরল এই চশমা কারা ব্যবহার করতেন, তা স্পষ্ট নয়। সম্ভাবনা রয়েছে, সেগুলো মুঘলদের। ১৬তম ও ১৭তম শতাব্দীতে ভারত শাসন করে মোঘল সাম্রাজ্য। সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্য কৃতিত্বের জন্য বেশ সুপরিচিত ছিল এই সাম্রাজ্যটি। সোথিবের এক বিবৃতিতে বলা হয়, হিরা ও পান্না কেটে চশমা দুটি তৈরি করা হয়। রত্নগুলোর মান ও বিশুদ্ধতা অনন্য। এই পাথর যে সম্রাটের সংগ্রহ, এতে সন্দেহ নেই। চশমার এ ধরনের নমুনা প্রাচীন রোমান সাম্রাজ্যে দেখা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন।  প্রত্নতাত্ত্বিকদের ধারণা, গোলকোণ্ডায় ২০০ ক্যারাটের হিরা এবং কলম্বিয়ান পান্না দিয়ে তৈরি করা হয়েছিল ওই চশমাগুলি। মহামূল্যমান এই চশমাগুলো যেকোনো অশুভ শক্তিকে রুখে দিতে সক্ষম বলে বিশ্বাস করা হতো।

এ বিভাগের অন্যান্য সংবাদ