সিলেটের আতংকের নাম বজ্রপাত।
সিলেট অঞ্চলের মানুষের কাছে বজ্রপাত এখন এক আতঙ্কের নাম। করোনা মহামারীর আতংক কিছুটা কমলেও এখন সিলেটবাসী নতুন আতংকে শঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, ভোগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে সিলেট অঞ্চলে বজ্রপাত বেশি হয়। তাই প্রাণহানি রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন পরিবেশকর্মীরা। আবহাওয়া অফিস বলছে, গত কয়েক বছরে সিলেটে বজ্রপাতের পরিমাণ বেড়েছে। এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনসহ এ অঞ্চলের ভূপ্রাকৃতিক অবস্থানকেও দায়ী করছেন আবহাওয়াবিদ ও বিশষেজ্ঞরা। পরিবেশকর্মীরা মনে করেন, বজ্রপাতে প্রাণহানি রোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা বাড়ানো। এজন্য সরকারের বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার। সেই সাথে বজ্র নিরোধন র্ববস্থা তৃণমুলে পৌঁছে দেয়ারও দাবি তাদের। জানা যায়, গত শনিবার সকালে সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারগোটা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে হায়াতুন মিয়া (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ইসহাক মিয়া নামের আরেক জেলে আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চরনারচর ইউনিয়নের কালয়ারগোটা হাওরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জেলে হায়াতুন চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে। এদিকে শনিবার রাত আড়াইটার পর থেকে সিলেটের বিভিন্ন উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় কোন জায়গায় হতাহতের ঘটনা না ঘটলেও মানুষের অনেক ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বজ্রপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতে রোববার রাত্র ওই উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামর এবাদ আলীর বাড়ির সামনের গ্যাস রাইজারে আগুন লেগে যায়। এসময় গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার প্রায় সবকটি এলাকায় ইলেকট্রনিক সরঞ্জাম টিভি, ফ্রিজ, মোবাইল, ফ্রেন বজ্রপাতে কয়েল জ্বলে নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। শুধু এই উপজেলায় নই সিলেটেত প্রায় সবকটি উপজেলায় বজ্রপাতে ছোটখাটো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 