ওসমানীনগরে স্টিয়ারিং কেটে ট্রাকচালক-হেলপারকে উদ্ধার।
সিলেট-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়েছে পণ্যবোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকচালকের আসনসহ সামনে বসার অংশ। গুরুতর আহত হলেও এ যাত্রায় যেন প্রাণে রক্ষা পেলেন ট্রাকচালক ও হেলপার। এঘটনায় আহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার কেন্ডি ৪ নম্বর বাজারের মোস্তফা মিয়ার ছেলে ট্রাকচালক নাছির উদ্দিন (৩৭) ও হেলপার একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে লিমন (২২)। শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের স্টিয়ারিংয়ে চাপাপড়া চালক ও হেলপারকে গাড়ির বডি কেটে উদ্ধার করেছেন দমকল বাহিনী ও পুলিশের সদস্যরা। পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৬০৫) ওসমানীনগর থানাধীন বুরুঙ্গা ১৯ মাইল নামক এলাকায় আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ডান পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় চালক ও হেলপার দু’জনই গুরুতর আহত হন। পরে গাড়ির স্টিয়ারিংয়ে চাপাপড়া অবস্থা থেকে তাদের উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা। সিলেটের ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। উভয় ইউনিটের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, শেরপুর টোলপ্লাজা পার হলেই চালকরা একটু বিশ্রাম নেওয়ার মানসিকতা তৈরি হয়। হেলপারের হাতে তুলে দেওয়া হয় স্টিয়ারিং। কারো ঘুম চলে আসে। সাধারণত এই অবস্থায়ই দূরপাল্লার ট্রাকচালকরা ভোরে এই সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রাম থেকে ট্রাকলোড করে নিয়ে এসেছেন চালক ও হেলপার। শেরপুর পার হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছেন। অবশেষে দুর্ঘটনায় গাড়ির স্ট্রিয়ারিং চালক ও হেলপারকে কেটে উদ্ধার করা হয়। হাইওয়ে এলাকায় সকাল সবার জন্য শুভ হয় না। তাই ভোরবেলায় দুর্ঘটনা প্রতিরোধে পুলিশকে নতুন করে ভাবতে হচ্ছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 