Sobujbangla.com | শাবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৪ শতাংশ।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

শাবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৭.৩৪ শতাংশ।

  |  ২১:০১, অক্টোবর ০১, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে দুই হাজার ৫৫৬ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এ কেন্দ্রে বিভাগের চার জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাত কেন্দ্রে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে পরীক্ষায় অংশ নিতে তিন হাজার ৩০৫ শিক্ষার্থী আবেদন করেন। উপস্থিতির হার ৭৭ দশমিক ৩৪ শতাংশ। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতে পরীক্ষার হলগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আসন বিন্যাসের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হচ্ছে। sust011 অন্যদিকে ভর্তি কমিটির সিলেট বিভাগীয় অঞ্চলের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া আগামী ২ অক্টোবর (শনিবার) ‘খ’ ইউনিটে ৯২১ জন, ২২ অক্টোবর (শুক্রবার) ‘গ’ ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) ‘ঘ’ ইউনিটে দুই হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) ‘চ’ ইউনিটে ২৬২ শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে পরীক্ষা দিবেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো রাজধানীর বাইরে দেশের সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ