সিসি ক্যামেরায় প্রমাণ মিলেছে, কাঁচি হাতে দরজায় ছিলেন শিক্ষক ফারহানা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও প্রমাণ মিলেছে। সিসি ক্যামেরায় কাঁচি হাতে দেখা গেছে তাকে। যদিও প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করে যড়যন্ত্র তত্ত্ব হাজির করেন তিনি। সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার পর থেকেই সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনরতদের দাবি, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ নয় বিশ্ববিদ্যালয় থেকে অপসারন চান তারা। এদিকে ঘটনার দিনের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন লোক কাঁচি হাতে ঘোরাফেরা করছেন। তবে সেখানে ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন কিনা এখনও সুস্পষ্ট নয়। যদিও সবকিছু আমলে নিয়েই তদন্ত করছে কমিটি। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেয়ার ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা এক মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তার রিপোর্ট ৩০ দিনের মধ্যে দাখিলেরও নির্দেশ দেন উচ্চ আদালত। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এই ঘটনার পর মঙ্গলবার থেকে পরীক্ষা বর্জন করে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 