Sobujbangla.com | সুইডেন-কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার বৈঠক।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সুইডেন-কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার বৈঠক।

  |  ১৯:৫৭, সেপ্টেম্বর ২১, ২০২১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় কার্যক্রম। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন তিনি। এর পর দ্বিপাক্ষিক বৈঠক করেন সুইডেন এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে। নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে বৈঠকে অংশ নেন নারী নেতৃবৃন্দের সাথে। এসময় নারী পুরুষের বৈষম্য দূর করতে বিশ্বে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান শেখ হাসিনা। লিঙ্গ সমতা অর্জনে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাবও দেন তিনি। বিকেলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। এ অধিবেশন ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ঐতিহাসিক ভাষণ দেন। তার পদাঙ্ক অনুসরণ করে বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন বর্তমান সরকার প্রধান। এ অধিবেশন ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ঐতিহাসিক ভাষণ দেন। তার পদাঙ্ক অনুসরণ করে বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন বর্তমান সরকার প্রধান। এঅধিবেশনের প্রথম দিন বক্তৃতা রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোসহ আরও বেশকয়েকজন বিশ্বনেতা। গত বছর করোনার কারণে ভিডিও বার্তার পাঠিয়ে এতে অংশ নিয়েছিলো বিশ্ব নেতারা। এবারের অধিবেশনের মূল আলোচনার বিষয় করোনাভাইরাস ও জলবায়ু পরিবর্তন।

এ বিভাগের অন্যান্য সংবাদ