ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি ইসি সচিবের
প্রথম ধাপে স্থগিত হওয়া ১৬০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হলো হামলা-সংঘর্ষ আর প্রাণহানীর মধ্যে। নির্বাচনী সহিংসতায় কক্সবাজারে নিহত হয়েছেন ২ জন। বিভিন্ন স্থানে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তবে পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোট শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সোমবার এমন কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ভোট চলাকালে সোমবার নিহত হন কুতুবদিয়ার আবদুল হালিম ও মহেশখালীর আবুল কালাম। এসব সহিংসতার ঘটনাকে বেদনাদায়ক বলেন ইসি সচিব। তিনি বলেন, ‘নির্বাচনি সহিংসতায় মহেশখালী ও কুতুবদিয়ায় ২ জনের প্রাণহানি হয়েছে, আরও কয়েক জায়গায় প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এটা খুবই বেদনাদায়ক’ সচিব বলেন, ‘এই নির্বাচনে ২৪ জন লোক বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন। এছাড়া মোটামুটি সব জায়গায় আমরা যতটুকু খবর পেয়েছি নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে।’ তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদ, ৯টি পৌরসভা ও দুটি উপজেলায়। এর মধ্যে অনিয়মের কারণে পাঁচটি কেন্দ্রে ভোট বন্ধ করতে হয়েছে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে সচিব বলেন, ‘ইভিএমে ইউপিতে অন্তত ৫০ শতাংশ ভোট পড়েছে। পৌরসভায় ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। ব্যালটের মাধ্যমে যেসব জায়গায় ভোট হয়েছে, সেখানে ৬৫ শতাংশের বেশি ভোট হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 