বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার রূপরেখা সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।
বিজ্ঞান, প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রম সাজানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার তাগিদও দেন তিনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, বিজ্ঞানের প্রতি আমাদের দেশের ছেলেমেয়েদের অনীহা। বিজ্ঞান শিক্ষা তারা নিতেই চাইতো না। বিজ্ঞান বিভাগের লোকই পাওয়া যেতো না। এ রকম একটা সময় কিন্তু ছিল। পরবর্তীতে আমরা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিই। আমরা দেশে ১২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, করোনার ভয়াবহ সংক্রমণের সময়ে যখন সব কিছু স্থবির, তখন আপনারা যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে শিক্ষাব্যবস্থাকে আমাদের শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করা যায়, আবার সেইসঙ্গে জীবন-জীবিকার পথটাও কীভাবে খোলা রাখা যায়, সে বিষয়গুলোর দিকে বিশেষ দৃষ্টি দিয়ে আপনারা এ কার্যক্রম পরিচালনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের স্কুলের প্রতি আগ্রহী করতে সরকারের বেশ কিছু উদ্যোগ প্রশংসিত হয়েছে। সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিতে প্রত্যন্ত এলাকাতেও স্কুল ভবন নির্মাণে কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 