সিলেটে করোনা আরও ৭ জনের মৃত্যু।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭১ জনের। নতুন ৭ জনহসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২১। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৭৫৭ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৭১ জনের মধ্যে ৪২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজার জেলার ২০ জন। বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৭৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৮৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৫৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯২১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজার জেলার ১১৭ জন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৭ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১২১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৭৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৫ জন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 