বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়: প্রধানমন্ত্রী।
শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি হয় না। আর তাই বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ সভায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ সেপ্টেম্বর) নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদের সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে দক্ষরা যেন অবহেলিত না হন, সেদিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ যারা, তারা প্রমোশন পেয়ে প্রত্যেকটি বাহিনী পরিচালনার দায়িত্ব পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে অন্যান্য দেশের বাহিনীর সঙ্গে যেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী সমানতালে চলতে পারে তা নিশ্চিত করাই তার সবসময় লক্ষ্য ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বহিশত্রুর আক্রমণ প্রতিহত ছাড়া যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বহির্বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছে বলেও জানান শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 