কাবুলের রাস্তায় নারীরা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় শনিবার (৪ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছেন নারীরা। কাজের অধিকার, ভবিষ্যৎ সরকারে ভূমিকা রাখা এবং তালেবানের সঙ্গে আলোচনায় বসার দাবিতে এ বিক্ষোভ করেছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ৫০ নারী প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হতে হতে বিক্ষোভ করেন। ২৬ বছর বয়সী রাজিয়া বারাকজাই বলেন, মিছিলটি অর্থ মন্ত্রণালয়ের কাছে থামিয়ে দেয় তালেবানরা। পরে নারীদের ঘিরে ফেলে তারা এবং ভবনে যেতে বাধা দেয়। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। কিন্তু তালেবানরা তা ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়া ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে চাকরি ও শিক্ষার অধিকারের দাবিতে বিক্ষোভ করেন নারীরা। গত মাসের মাঝামাঝিতে দেশটির ক্ষমতা দখল করেছে তালেবানরা। এবার অবশ্য তারা প্রতিশ্রুতি দিচ্ছে শরিয়াহ অনুযায়ী নারী ও শিশু অধিকার সংরক্ষণ করবে। তবে আফগান নারীদের শঙ্কা আবার সেই আগের মতো কঠোর নিয়ম চালু করবে সংগঠনটি। ইতোমধ্যে এর আভাসও পাওয়া গেছে। তালেবানের উপপ্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই বলেন, শিগগির নতুন আফগান সরকার ঘোষণা করা হবে। এর উচ্চপর্যায়ে এখনই কাজ করার অনুমতি পাবেন না নারীরা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 