টিকার এসএমএস দ্রুত পাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিত চক্রটি।
করোনা টিকার জন্য এসএমএস পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেয়া প্রতারক চক্রের ৪ জনকে আটক করেছে র্যাব। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মুগদা ও বঙ্গবন্ধু মেডিকেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. নুরুল হক (৪৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইমরান হোসেন (২৩) ও দুলাল মিয়া (৩৭)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে এলিট বাহিনী জানায়, চক্রটি প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করতো। প্রতিজনের কাছ থেকে নিতো আড়াই থেকে ৫ হাজার টাকা। এরই মধ্যে ২০০ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আটকদের সাথে নির্ধারিত হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের সখ্য ছিল। তাদের কাছ থেকে আমরা ২-৩ জনের তথ্য পেয়েছি, যাদের মাধ্যমে হয়ত ১০-১৫টি ম্যাসেজ তারা পাঠাতে পেরেছেন। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।
র্যাব আরও জানায়, এই চক্রের মূলহোতা আটক নুরুল হক। আটক সাইফুল ও ইমরান হাসপাতালের সামনে দাঁড়িয়ে ভিকটিমদের দ্রুত ম্যাসেজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এরপর রাজি হলে তাদেরকে নুরুল হকের কাছে নিয়ে যাওয়া হতো। সেখানে টাকার পরিমাণ নির্ধারণ করা হতো।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 