Sobujbangla.com | জাপানি দুই শিশুর কী হবে।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

জাপানি দুই শিশুর কী হবে।

  |  ২০:৪২, আগস্ট ৩০, ২০২১

জাপানি দুই শিশুর কী হবে? সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা মা পাবেন; নাকি দেশের নাগরিকত্ব আইন অনুযায়ী বাবার কাছেই থাকবে। শিশু অধিকার নিয়ে এমন জটিল মামলা আগে না আসায় অদ্ভুত এক আইনি সমীকরণের সামনে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আদালত। সন্তানের অধিকার নিয়ে বাবা মায়ের দ্বন্দ্ব জাপান থেকে গড়িয়ে বাংলাদেশের আদালতে। এ নিয়ে গেলো দুই সপ্তাহে দ্বিধাবিভক্ত সামাজিক যোগাযোগ। দোষ কার? তা খুঁজতেই যেন ব্যস্ত সব মহল। কেউ খোঁজেনি ছোট্ট দুই শিশুর অধিকার যে কেড়ে নিয়েছে দুপক্ষই। ভারতের সুপ্রিম কোর্টে প্রথম এমন মামলার নজির আসে ১৯৮৪ সালে। এরপর একে একে আটটি মামলা হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সব ক্ষেত্রেই শিশুদের অধিকারকে প্রাধান্য দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সবশেষ ২০২০ সালে আমেরিকা থেকে ২ সন্তান নিয়ে ভারতে চলে আসেন এক মা। আমেরিকান সেই বাবা নীলাঞ্জন ভট্টাচার্য ভারতের সুপ্রিম কোর্টে মামলা জিতে শিশু দুটি আমেরিকায় নিয়ে যেতে পেরেছিলেন। এক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছিলো শিশু দুটি জন্ম, বেড়ে ওঠা, সামাজিকতা। জাপান থেকে আনার পর শিশুদুটিকে রাজধানীর নবোদয় প্রি ক্যাডেট স্কুলে ভর্তি করেছেন তাদের বাবা। কিন্তু জাপানে তারা পড়তো আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে। দুটি স্কুলের পাশাপাশি ছবি হয়তো বলে দেবে বাস্তবতা কতটা ফারাক। হাইকোর্টের আদেশের পর থেকেই দুই শিশু আছেন পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারে। এনিয়ে দুপক্ষ অভিযোগ তুললেও শুরুতে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কেউ। দেরিতে হলেও এখন ভিক্টিম সাপোর্ট সেন্টার থেকে তাদের বের করতে সম্মত দুই পক্ষই। এদিকে শিশু দুটির বাবার ভয়, জাপানে গেলে আবার গ্রেপ্তার হবেন তিনি। ৩১ আগস্ট মঙ্গলবার শিশু দুটিকে হাজির করা হবে হাইকোর্টে। সেখানেই নির্ধারিত তাদের ভবিষ্যৎ।

এ বিভাগের অন্যান্য সংবাদ