সিলেটে করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে ডেঙ্গু।
সিলেটে বাড়ছে ডেঙ্গুর শঙ্কা। ইতোমধ্যে নগরীর ১১টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গি আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। তবে তারা ঢাকা থেকে এসেছেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিয়মিত তৎপরতা শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বাসাবাড়ি থেকে খোলা জায়গা সর্বত্র চলছে অভিযান। সিসিক সূত্র জানায়, ১১ জুলাই নগরীর দক্ষিণ সুরমা এলাকায় ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের ভার্থখলা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এরপর বেশ কিছু দিন অভিযান না চললেও সম্প্রতি আবারও শুরু হয়েছে। এখন পর্যন্ত ১১টি স্থানে মিলেছে এডিসের লার্ভা। এর মধ্যে কেবল বৃহস্পতিবার তিনটি স্থান চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধান পাওয়া তিনটি স্থানের মধ্যে রয়েছে, হাওয়াপাড়াস্থ সিলসিলা নার্সারি, লামাবাজারের হাবিব টাওয়ারের গ্যারেজ ও সিলভ্যালী টাওয়ারের গ্যারেজ। এর আগে সুবিদবাজারের একটি টাইলসের দোকান, পাঠানটুলার একটি বাসা, দক্ষিণ সুরমায় কিনব্রিজের সামনে টাইলসের একটি দোকান ও টায়ারের দোকানসহ আটটি স্থানে এডিসের লার্ভা পাওয়া যায়। সিসিকের নিজেদের তৈরি বিভিন্ন স্থাপনায়ও পানি জমে এডিস মশা তৈরির প্রজনন কেন্দ্রে রূপ নিচ্ছে। এমন চিত্র পাওয়া গেছে নগরের নাইওরপুল পয়েন্টে তৈরি করা ‘মিশন চত্বর ফোয়ারা’সহ বিভিন্ন স্থানে। নাইওরপুলের রিপন নামের এক ব্যবসায়ী বলেন, ফোয়ারাটি অযত্নে নষ্ট হচ্ছে। পানি আটকে থাকায় চুয়ে পড়তে থাকে। রোদ হলেও ফোয়ারায় পানি জমে থাকতে দেখা যায়। এখানে এডিসের লার্ভা পাওয়া যেতে পারে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, হুমায়ন চত্বর ও মুক্তিযোদ্ধা চত্বরে পানি জমে থাকায় সেখানে পরীক্ষা চালালেও লার্ভা পাওয়া যায়নি। অডিসের উৎপত্তিস্থল সাধারণত বেশি পানিতে হয় না। তবুও নাইওরপুলের ফোয়ারায় অভিযান চালানো হবে। প্রতিদিন অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সপ্তাহে তিন দিন অভিযান চালানো হয়। যেখানে এডিসের লার্ভা পাওয়া যায় পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হয়। ডা. জাহিদুল ইসলাম আরও বলেন, সাধারণত বাসার ফুলের টব, ডাবের খোসা, টায়ারের দোকানসহ পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নগরীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হতে পারে জানিয়ে তিনি বলেন, সিলেটে ইতোমধ্যে ডেঙ্গি রোগী পাওয়া গেছে। ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক। সেখান থেকে তিনি সংক্রমিত হয়ে সিলেটে এসেছিলেন। পরে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল এবং সুস্থ হওয়ার পর ঢাকায় ফিরে গেছেন। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ বিশ্বাস বলেন, সিলেটে দুজনের শরীরে ডেঙ্গি শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ যেন না বাড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। এদিকে দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে স্যানেটারি পণ্যের পসরায় ডেঙ্গু মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিসিকের ভ্রাম্যমাণ আদালত মামলা ও জরিমানা করেছেন। সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বেআইনিভাবে খোলা আকাশের নিচে স্যানেটারি পণ্যের পসরা সাজিয়ে রাখায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন এবং পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া খোলা স্থান থেকে ১ সপ্তাহের মধ্যে ডেঙ্গি মশার উৎসস্থল ধ্বংসে এসব স্যানেটারি পণ্য সরিয়ে নিতে সময় বেঁধে দেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত নগরীর মেন্দিভাগ এলাকার ঈশিতা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির জন্য ভোক্তা অধিকার আইনে মামলা ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 