২১ আগস্ট নিহতের দেহ নিয়েও নিষ্ঠুরতা চালায় বিএনপি সরকার।
২১ আগস্ট নিহতদের দেহ নিয়েও তৎকালীন বিএনপি সরকার নিষ্ঠুরতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক বৈঠকে দেয়া বক্তব্যে বলেন, আহত আইভি রহমানকে তার পরিবারের সদস্যদের দেখতে দেয়া হয়নি। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। সে বছরের ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা তিনি। তার ১৭তম শাহাদাত বার্ষিকীতে বনানীতে তার কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যরাও। একনেক বৈঠকে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসা নিয়েও তৎকালীন ক্ষমতাসীন বিএনপি নানা টালবাহানা করেছে। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বনানীতে ফুল দেয়া শেষে, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার কথা জানান। আইভি রহমান স্মরণে এক আলোচনা সভায় মাহবুবউল আলম হানিফ বলেন, ২১ আগস্ট হামলার বিচারের রায় কার্যকরের মধ্যদিয়েই দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 